শিরোনাম
লামায় পাহাড় ধসে এক পরিবারের ৩ জনের মৃত্যু
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১৬:০৯
লামায় পাহাড় ধসে এক পরিবারের ৩ জনের মৃত্যু
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে এক পরিবারের শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি কালাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে।


মৃতরা হলেন, কালাইয়া পাড়ার বাসিন্দা মাঈন উদ্দিনের ছেলে মোঃ হানিফ (৩০), হানিফের স্ত্রী রেজিয়া খাতুন (২৫) ও মেয়ে হানিফা আক্তার (৩)। পরিবারের অন্য সদস্যরা ঘরের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।


এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিংয়ের মাধ্যমে তাগাদা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।


স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষণ শুরু হয়। এ সময় মঈন উদ্দিনের বসতঘরের ওপর হঠাৎ পাহাড় ধসে পড়ে। এতে ঘরের মধ্যে ঘুমন্ত হানিফ, তার স্ত্রী ও সন্তান মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।


সরই ইউনিয়ন পরিষদ সদস্য আশরাফ আলী নিশ্চিত করে বলেন, নিহতদের ঘর থেকে পাহাড় প্রায় ২০০ ফুট দূরে। এত দূর থেকে পাহাড়ের মাটি গিয়ে ঘরের দেয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা খুবই আশ্চর্যজনক।


পাহাড় ধসে শিশুসহ তিনজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পাহাড়ে, পাহাড়ের কোল ঘেষে ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদেরকে নিরাপদে সরে যেতে মাইকিংয়ের মাধ্যমে তাগাদা দেয়া হচ্ছে।


এর আগে দুইদিনের টানা বৃষ্টিতে বান্দরবান শহরের কালাঘাটা এলাকার বড়ুয়াপাড়ায় পাহাড় ধসে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম প্রতিমা রানী দাশ (৪২)।


জেলা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, ওই পরিবার পাহাড়ের ঢালে ঘর তুলেছিল। পাহাড়ের মাটি ধসে দুপুরে ঘরের ওপর পড়লে প্রতিমা চাপা পড়েন। খবর পেয়ে আমাদের কর্মীরা গিয়ে বেলা ১টার দিকে লাশ উদ্ধার করে।


বিবার্তা/নুরুল/জাকিয়া


>>বান্দরবানে পাহাড় ধসে মৃত ১

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com