শিরোনাম
ঝালকাঠিতে বিসিএস শিক্ষা সমিতির মানববন্ধন
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ১৭:১৮
ঝালকাঠিতে বিসিএস শিক্ষা সমিতির মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষাক্যাডার কর্মকর্তাদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজ বিসিএস সাধারণ শিক্ষক সমিতির ঝালকাঠি শাখা।


সোমবার সকালে কলেজ চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর খান, সহকারী অধ্যাপক ড. মো. শামিম আহসান, প্রভাষক হানিফ খান প্রমুখ।


গত বৃহস্পতিবার ঈশ্বরদী সরকারি কলেজ অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষা ক্যাডারদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।


এছাড়া ২১ মার্চ কলেজ থেকে বাসায় ফেরার পথে সিলেট নগরে শিক্ষক হারুন-অর-রশিদ এবং গত ৭ মে ফরিদপুরে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক সাজিয়া বেগম হত্যার ঘটনায় দেশের শিক্ষা ক্যাডারদের জীবনের নিরাপত্বার নিয়ে শংকা প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেন শিক্ষকরা।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com