শিরোনাম
নাটোরে হোটেল রেস্তোরা শ্রমিকদের মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৫:৩২
নাটোরে হোটেল রেস্তোরা শ্রমিকদের মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাসিক নূন্যতম ১০ হাজার টাকা বেতন নির্ধারণ করে মজুরি গঠনের দাবিতে মানববন্ধন করেছে নাটোরের হোটেল শ্রমিক কর্মচারীরা। মঙ্গলবার সকালে জেলা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়।


ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার হোটেল রেস্তোরা ও মিষ্টান্ন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ও কমচারীরা অংশ নেয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি সমর কুমার সরকার, সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক সোহেল ও সহসভাপতি ওসমান আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


মানববন্ধনে বক্তারা বলেন, শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনায় ২০০৯ সালে একটি গেজেট করা হয়। উক্ত গেজেটকে পাশ কাটিয়ে সম্প্রতি নতুন খসরা গেজেট প্রকাশ করা হয়েছে। যা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করবে।


মানববন্ধনে তারা প্রকাশিত গেজেট বাদ দিয়ে মাসিক বেতন ১০ হাজার টাকার দাবি জানান। অন্যথায় হোটেল রেস্তোরা বন্ধ করে দিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।


বিবার্তা/সাইফুল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com