শিরোনাম
যশোরে দুই পাইলটসহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
প্রকাশ : ০২ জুলাই ২০১৮, ০০:৩৯
যশোরে দুই পাইলটসহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানের প্রকৃত অবস্থান এখনো জানা যায়নি।


যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেছেন, রাত ৯টা ২০মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। এখনো তাদের কোনো খবর পাওয়া যায়নি।



যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।


বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানের খবর এখনো পাওয়া যায়নি। তবে বিধ্বস্তের ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


বিবার্তা/শারমিন/শাহনাজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com