শিরোনাম
র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ১
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ২১:৪০
র‌্যাব পরিচয়ে চাঁদাবাজিকালে আটক ১
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় সালাম শেখ নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫ এর সদস্যরা।


শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার আহম্মদপুর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


রবিবার দুপুরে র‌্যাব-০৫ এর নাটোর ক্যাম্পে সালামকে স্থানীয় সাংবাদিকদের সামনে হাজির করা হয়।


ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, গ্রেফতারকৃত সালাম মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে নাটোর শহরের কানাইখালী এলাকার প্রনব কুমার ঘোষ ও আবুল কালামের কাছে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করে ও ৭০ হাজার টাকা গ্রহণ করে।


শনিবার রাতে আহম্মদপুর ব্রিজ এলাকায় দাবিকৃত আরো ৫ হাজার টাকা গ্রহনের সময় র‌্যাব তাকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত সালামকে দুপুরে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত সালাম বড়াইগ্রাম উপজেলার ভাবানীপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।


বিবার্তা/সাকলাইন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com