শিরোনাম
বাসাইল পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থীর জয়
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ২২:৫৩
বাসাইল পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থীর জয়
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাসাইল পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ৮১৫ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ৪ হাজার ৭৬০ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে বিজয়ী হন।


তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির বহিস্কৃত প্রার্থী এনামুল করিম অটল। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৪৫ ভোট।


এদিকে কৃষকশ্রমিক জনতালীগের গামছা প্রতীক নিয়ে রাহাত হাসান টিপু পেয়েছে ৩ হাজার ৭৯৬ ভোট।


শনিবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


বাসাইল পৌর নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।


এ পৌরসভায় ১০টি কেন্দ্রে ১৬ হাজার ৪০০ ভোটারের মধ্যে ১২ হাজার ৮৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৩৮৯টি ভোট বাতিল ঘোষণা করা হয়।


বিবার্তা/তোফাজ্জল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com