শিরোনাম
ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
প্রকাশ : ৩০ জুন ২০১৮, ১৩:৩০
ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানা কর্মসূচির মধ্যদিয়ে ঠাকুরগাঁওয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে।


দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় একটি রযাা লি বের করে। র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আখতারুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, ঢেনা মুরমু ও বিষুরাম মুরমুসহ আদিবাসী পরিষদের অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভায় বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবি জানান।


বিবার্তা/বিধান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com