শিরোনাম
সীমান্তে বিজিপির গুলিতে রোহিঙ্গা শিশু আহত
প্রকাশ : ২৮ জুন ২০১৮, ২১:৩৮
সীমান্তে বিজিপির গুলিতে রোহিঙ্গা শিশু আহত
উখিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের কোনাপাড়ায় আশ্রিত রোহিঙ্গাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।


বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আনসারুল্লাহ (১২) নামের এক রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়েছে। সে কোনার পাড়া রোহিঙ্গা শিবিরের জমির হোসেনের ছেলে। স্থানীয়রা শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করেন।


জানা যায়, নাইক্ষ্যংছড়ি-মায়ানমার সীমানা পিলার ৩৪/১ এস এর বিপরীতে মায়ানমারের অভ্যন্তরে ৫০ গজ ভিতরে তুমব্রু রাইট ক্যাম্পের নীচে কোনারপাড়া জিরো লাইনে তিন রোহিঙ্গা শিশু কাঠ কুড়াতে গেলে তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে মিয়ানমারের বিজিপি সদস্যরা। এতে রোহিঙ্গা শিশুটি গুলিবিদ্ধ হয়। সে মিয়ানমারের মংডু জেলার ঢেকিবনিয়ার রাইমংখালী গ্রামের বাসিন্দা।


তুমব্রু সীমান্তে আশ্রয় নেয়া রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ জানান, গুলিবর্ষণের ঘটনায় জিরোপয়েন্টে আশ্রয় নেয়া ৪ হাজার রোহিঙ্গার মাঝে আতংক বিরাজ করছে। অনেক রোহিঙ্গা আতংকে বাংলাদেশ সীমান্তে অবস্থান নিয়েছে।


কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নোমান হোসেন জানান, মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে লাকড়ি কুড়াতে গিয়ে এ হামলার শিকার হয়েছে ওই রোহিঙ্গা শিশুটি। তবে বাংলাদেশ সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।


নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, ঘটনাটি কোনার পাড়া সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে। বিষয়টি তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।


বিবার্তা/মানিক/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com