শিরোনাম
মেঘনায় সাত লাখ মিটার অবৈধ জাল ধ্বংস
প্রকাশ : ২৮ জুন ২০১৮, ২০:৪৪
মেঘনায় সাত লাখ মিটার অবৈধ জাল ধ্বংস
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে জব্দ করা সাত লাখ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় দেড় কোটি টাকা।


বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল হাসান ও কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এনায়েত উল্লাহর উপস্থিতিতে এ জালগুলো পোড়ানো হয়েছে।


চাঁদপুর কোস্টগার্ডের চিফ পিটি অফিসার এম এ মতিন বিবার্তাকে বলেন, গোপন খবর ভিত্তিতে আমরা বুধবার সন্ধ্যায় শহরের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় একটি মাছধরা নৌকায় অভিযান চালাই। এ সময় সাত লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।


এদিকে অভিযান টের পেয়ে জাল ও নৌকা ফেলে মালিক পালিয়ে যান। জব্দ করা কারেন্ট জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।


বিবার্তা/ইমরান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com