শিরোনাম
শ্রীনগর আদর্শ ডিগ্রি কলেজ সরকারিকরণে মানববন্ধন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৫:১৫
শ্রীনগর আদর্শ ডিগ্রি কলেজ সরকারিকরণে মানববন্ধন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের শ্রীনগরে আদর্শ ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছে কলেজটির ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা এলাকার আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজের সামনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং সচেতন এলাকবাসীর ব্যানারে মানববন্ধনটি আয়োজন করা হয়।



মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে কলেজটি সরকারিকরণের দাবি জানান। তারা বলেন, এই এলাকার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটির বেশ সুনাম রয়েছে। কলেজটিতে মুন্সীগঞ্জের শ্রীনগর, সিরাজদিখান উপজেলা ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দেড় হাজার শিক্ষার্থী পড়ালেখা করে। যাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। এসব পরিবারের পক্ষে বেসরকারি কলেজের ব্যয় বহন করা কষ্টসাধ্য। শিক্ষার্থীরা কলেজটি সরকারি করার মাধ্যমে এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার দ্বার সুলভ করার জন্য শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।



বিবার্তা/জুয়েল/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com