শিরোনাম
সিলেটের ছুরিকাহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৫:১০
সিলেটের ছুরিকাহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুরে স্কয়ার হাসপাতালের দায়িত্বরত এক চিকিৎসক এ খবর জানান। বর্তমানে তিনি ওই হাসপাতালের নিউরো সার্জারির জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে চিকিৎসাধীন।



ওই চিকিৎসক জানান, ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক। আহত ছাত্রীর সারা শরীরে কোপের দাগ। মাথার আঘাত গুরুতর। দ্বিতীয় দফা অস্ত্রোপচারের জন্য তাকে অপারেশন কক্ষে নেয়া হয়েছে। পরে ছাত্রীর শারীরিক অবস্থা আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান তিনি।



এদিকে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মীকে স্কয়ার হাসপাতালে ঢুকতে দেখা গেছে।



সোমবার বিকেলে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা পরীক্ষার হল থেকে বের হওয়ার পথে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগ নেতা বদরুল আলম। প্রথমে খাদিজাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক দফা অস্ত্রোপচার শেষে গতকাল রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়।



ঘটনার পর তার সহপাঠীসহ স্থানীয় জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনাইঘাতি গ্রামের সাইদুর রহমানের ছেলে।



শাহপরান থানার ওসি শাহজালাল মুন্সি বলেন, সোমবার বিকাল ৫টার দিকে কলেজ কেন্দ্রেস্নাতক পরীক্ষা শেষে বের হলে খাদিজাকে ছুরিকাঘাত করেন বদরুল। বদরুলের সঙ্গে খাদিজার প্রেমের সম্পর্ক ছিল। হামলা চালানোর কথা স্বীকার করেছেন আটক বদরুল। খাদিজার সঙ্গে প্রেমের সম্পর্কে টানাপোড়েন থেকে ক্ষিপ্ত হয়ে হামলা করেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।



বিবার্তা/আছিয়া/নিশি



>> সিলেটের ছুরিকাহত কলেজছাত্রীকে ঢাকায় স্থানান্তর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com