শিরোনাম
কুড়িগ্রামে বন্যা মোকাবেলায় প্রস্তুতি সভা
প্রকাশ : ২৬ জুন ২০১৮, ২০:০৩
কুড়িগ্রামে বন্যা মোকাবেলায় প্রস্তুতি সভা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি মোকাবেলায় করনীয় সর্ম্পকে আগাম প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে জেলা প্রশাসক কনফারেন্স রুমে এ সভা হয়।


এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুর্ণবাসন ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাতসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


সভায় বন্যার সময় দুর্গত মানুষদের চিকিৎসা সেবা, স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানি, ত্রানসহ সকল সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিদের অবহিত করা হয়। পাশাপাশি বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসনের সাথে সকল বিভাগকে কাজ করার আহবান জানানো হয়।


বিবার্তা/সৌরভ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com