শিরোনাম
অপহরণের ১৭ দিন পর স্কুলছাত্রের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৫:৪৯
অপহরণের ১৭ দিন পর স্কুলছাত্রের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপহরণের ১৭ দিন পর অবশেষে কুষ্টিয়ার মিরপুরের মালিথাপড়ার পরিত্যক্ত একটি শৌচাগারের ট্যাংকি থেকে তৃতীয় শ্রেণির স্কুলছাত্র দেব দত্তের (৯) বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর আড়াইটার দিকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।


মিরপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন এবং নুরে আলম ছিদ্দিকির নেতৃত্বে মিরপুর থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মালিথাপাড়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ির পাশে পরিত্যক্ত শৌচাগারের ট্যাংকি থেকে বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে।


অপহৃত শিশু দেব দত্তের বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার অভিযানে উপস্থিত থাকা মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, গত ৮ জুন সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হলে চিথলিয়া গ্রামের ভেতরে দুই মোটরসাইকেল আরোহী রাস্তা থেকে দেব দত্তকে তুলে নিয়ে যায়। ওই দিন বিকেলে দেব দত্তের বাবা স্কুল শিক্ষক পবিত্র দত্তের ফোনে অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করে। দেব দত্ত চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com