শিরোনাম
পত্রদূত সম্পাদক হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৫:২২
পত্রদূত সম্পাদক হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য, দৈনিক পত্রদূত সম্পাদক মুক্তিযোদ্ধা স. ম. আলাউদ্দীন হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নের দাবিতে সাতক্ষীরায় প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


সোমবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। সাতক্ষীরা নিউমার্কেটস্থ শহীদ আলাউদ্দীন চত্বরে এ কর্মসূচি পালনের কথা থাকলেও বৃষ্টির কারণে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে সংবাদকর্মীরা এ কর্মসূচি পালন করেন।


শহীদ স. ম. আলাউদ্দীনের কর্মময় জীবন ও সাতক্ষীরার উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরে খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক পত্রদূতের সম্পাদক মণ্ডলীর সভাপতি অধ্যাপক আনিসুর রহিম, যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, দ্য ডেইলি নিউএজ’র সাতক্ষীরা প্রতিনিধি রুহুল কুদ্দুস, দৈনিক কল্যাণের সাতক্ষীরা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, দৈনিক যশোরের সাতক্ষীরা প্রতিনিধি সেলিম রেজা মুকুল, দৈনিক মানবকন্ঠের সাতক্ষীরা প্রতিনিধি অসীম চক্রবর্তীসহ সাংবাদিক নেতৃবৃন্দ।


অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারি। এ সময় ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দৈনিক পত্রদূত সম্পাদক হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে খুনীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।


প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৯জুন রাত ১০টা ২৩মিনিটে নিজ পত্রিকা অফিসে খুন হন স. ম. আলাউদ্দীন। হত্যাকাণ্ডের সিআইডি সাতক্ষীরার কথিত চোরাকারবারি গডফাদার আব্দুস সবুর, খলিলুল্লাহ ঝড়ু, কিসলু, মোহন, কালাম, এসকেন, আব্দুর রউফসহ দশ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। খুনিচক্র এ মামলার বিচার কার্যক্রম যাতে না হয় সেজন্য বারবার প্রভাব বিস্তার করে বাঁধাগ্রস্ত করেছে। ২২ বছরেও মামলাটির বিচার সম্পন্ন না হওয়ায় জেলাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। মামলাটির ৩৬ জন সাক্ষীর মধ্যে ২২ জনের সাক্ষ্য সম্পন্ন হয়েছে। কয়েকজন সাক্ষী মারা গেছে। কয়েকজন সাক্ষী রয়েছেন বিদেশে।


বিবার্তা/শহিদুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com