শিরোনাম
সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৯:০৭
সিলেটে ছাত্রদল-পুলিশ সংঘর্ষ
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেট নগরীতে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।


শনিবার বিকেল ৩টার দিকে নগরীর কাজিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করেছে। এ ঘটনায় ৮ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করার জন্য নগরীর কাজিরবাজার এলাকায় জড়ো হয়। এ সময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে ৮ জনকে আটক করে এবং মাইক বন্ধ করে দেয়।


এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।


আটককৃতদের মধ্যে রয়েছেন- সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক প্রমুখ।


বর্তমানে সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ওসি মোশাররফ হোসেন।


বিবার্তা/ফয়সাল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com