শিরোনাম
গাজীপুরে নৌকার পক্ষে মাঠে পেশাজীবীরা
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৮:৩৪
গাজীপুরে নৌকার পক্ষে মাঠে পেশাজীবীরা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের নৌকা প্রতীকের পক্ষে ১৪ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গণসংযোগ অব্যাহত রেখেছে।


আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের জোট ১৪-দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় প্রচার, লিফলেট বিতরণের মাধ্যমে দিনব্যাপী গণসংযোগ করেছেন। নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, ৩০ লাখ শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং মহান মুক্তিযুদ্ধের বিপক্ষ অপশক্তিকে প্রতিহত করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য গাজীপুরবাসীকে আহ্বান জানান।


গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের সমন্বয়ের মাধ্যমে গঠিত প্রতিনিধি দলে সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন, আজমত উল্লাহ খান, তরিকত ফেডারেশনের নেতা মসনবী হায়দার, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক, গণতন্ত্রী পার্টির নেতা সাহাদত হোসেন, জাতীয় পার্টি (জেপি)-এর নেতা সালাহ উদ্দিন আহমেদ, জাসদ নেতা শওকত রায়হান, জাসদের (আম্বিয়া) নেতা করিম সিকদার, ন্যাপের নেতা শফিকুর রহমান, গণআজাদী লীগের নেতা ড. নাসির প্রমুখ গণসংযোগে অংশ নিয়ে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেয়ার আহবান জানান।


এদিকে বিকেলে পেশাজীবী সমম্বয় পরিষদের মহাসচিব ডা. অধ্যাপক কামরুল হাসান খানের নেতৃত্বে গাজীপুরের পেশাজীবী নেতৃবৃন্দকে সাথে নিয়ে টঙ্গির চেরাগ আলী মার্কেট ও আশ-পাশের এলাকায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে গণসংযোগ করেন এবং নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।


আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম বিকেলে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে টঙ্গীর আউচপাড়া, হোসেন মার্কেট, চেরাগ আলী, হিমারদিঘি এবং কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com