শিরোনাম
বরিশালে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৫:৪০
বরিশালে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে রুপাতলী বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু।


তিনি জানান, বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে আজও রুপাতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে বরিশাল ও ঝালকাঠি মালিক সমিতির বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।


এদিকে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, গত বৃহস্পতিবার সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাধা দেয় এবং ঝালকাঠির রায়াপুরে বরিশালের বাসগুলো আটকে দেয়। এমনকি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও স্টাফদের মারধর করে তারা। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।


এর ফলে ঝালকাঠী, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও খুলনার যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। মালিক সমিতি নেতৃবৃন্দ জানিয়েছেন, ঝালকাঠি থেকে বরিশাল মালিক সমিতির বাস চলাচল করতে দিলেই সকল রুটের বাস চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।


তবে ঝালকাঠি বাস মালিক সমিতির দাবি, বরিশালের রুপাতলী বাসস্ট্যান্ডের মালিক সমিতি অযৌক্তিকভাবে সকল রুটে যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে। যেখানে ঝালকাঠি বাস মালিক সমিতি ন্যায্য হিস্যার দাবি তুলেছে, সেখানে দাবি পুরনে এগিয়ে না এসে সকল রুটে বাস চলাচল বন্ধ দেয়া অযৌক্তিক।


বিবার্তা/আরিফ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com