শিরোনাম
দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
প্রকাশ : ২২ জুন ২০১৮, ২১:৪২
দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ
ঝালকাঠী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ ১৭টি রুটে বাস চলাচল এখনও বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দুই মালিক সমিতির দ্বন্দ্বের জেরেই এসব রুটে বাস চলাচল অচল হয়ে আছে।


ঝালকাঠী থেকে সরাসরি কুয়াকাটা রুটে বাস চলাচলের দাবি জানিয়ে আসছিল ঝালকাঠী বাস মালিক সমিতি। এতে রাজি নন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা।


কয়েক মাস ধরে বরিশাল থেকে সরাসরি ঝালকাঠী ও পিরোজপুরের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। ঈদ উপলক্ষে প্রশাসনের আশ্বাসে বন্ধ থাকা রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। তবে ২০ জুনের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেয় ঝালকাঠী বাস মালিক সমিতি।


এদিকে ঝালকাঠি পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ভাঙচুর ও শ্রমিক মারধরের অভিযোগ উঠেছে। এসব কারণে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি বৃহস্পতিবার থেকে পটুয়াখালী, বরগুনাসহ ৪ জেলার ১৭ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com