শিরোনাম
বরিশালে নির্বাচন কমিশনের অভিযান শুরু
প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৭:৩২
বরিশালে নির্বাচন কমিশনের অভিযান শুরু
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় থাকা সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড, ব্যানার, পোষ্টার সহ সকল প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করছে নির্বাচন কমিশন।


বৃহস্পতিবার সকাল ১০টায় নির্বাচন কমিশন নগরীর ৫টি এলাকায় একযোগে এই অপসারণ কাজ শুরু করে। এরমধ্যে নাজির পুল এলাকা থেকে জেল গেট, মড়কখোলা পুল এলাকা থেকে নতুন বাজার বিএম কলেজ এলাকা, নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে কাশীপুর এলাকা, রুপাতলী থেকে দপদপিয়া এলাকা এবং আমতলা মোড় থেকে নথুল্লাবাদ এলাকা পর্যন্ত প্রথমদিন সকল প্রকার প্রচারণা সামগ্রী অপসারণ শুরু করছে নির্বাচন কমিশন।


সহকারী রিটার্নিং অফিসার মা. হেলাল উদ্দিন খান জানান, এ কাজ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রটের পাশাপাশি মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সহায়তা করেছেন।


তিনি জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এই কার্যক্রম বৃহস্পতিবার শুরু হলো। পুরো নগরী পরিষ্কার না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com