শিরোনাম
ছিনতাইকারীর হাতে নিরীক্ষণ কর্মকর্তা খুন
প্রকাশ : ২০ জুন ২০১৮, ১৮:৩৭
ছিনতাইকারীর হাতে নিরীক্ষণ কর্মকর্তা খুন
চন্দন ঘোষের লাশ ঘিরে স্বজনদের আহাজারি
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিরীক্ষণ কর্মকর্তা খুন হয়েছেন। নিহত চন্দন ঘোষ শহরের টিবি ক্লিনিক এলাকার ভবতোষ ঘোষের ছেলে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।


বুধবার ভোরে যশোর শহরের রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, নিরীক্ষণ কর্মকর্তা চন্দন ঘোষ বুধবার ভোরে পরিবহনযোগে ঢাকা থেকে যশোরে আসেন। এরপর রিকশাযোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রেলরোডে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।


ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে চন্দনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আবুল বাশার মিয়া জানান, ঢাকা থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে চন্দন ঘোষ ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। পুলিশ জড়িতদের আটকে অভিযান শুরু করেছে।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com