শিরোনাম
রেল লাইনে সেলফি, প্রাণ গেলো বাবা ও দুই মেয়ের
প্রকাশ : ১৮ জুন ২০১৮, ২২:৩৮
রেল লাইনে সেলফি, প্রাণ গেলো বাবা ও দুই মেয়ের
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীতে ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সেলফি তুলতে গিয়ে তারা দুর্ঘটনার শিকার হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


সোমবার সন্ধ্যা ৭ টায় নরসিংদী শহরতলীর বাদুয়ারচর এলাকায় রেলসেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- হাফেজ মিয়া (৪০), তার দুই মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী তারিন আক্তার (১৪) ও তুলি আক্তার (২ বছর)।


নিহত হাফেজ নরসিংদী শহরের বিলাসদী মহল্লায় ভাড়া বাসায় থেকে শহরে ক্ষুদ্র ব্যবসা করতেন। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।


নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


রেলওয়ে পুুলিশ ও স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে হাফেজ মিয়া তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শহরতলীর বাদুয়ারচর এলাকায় নতুন সড়ক ও রেল লাইনের পাশে ঘুরতে যান।


এক পর্যায়ে তারা রেল লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। এসময় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তারা তিনজন পড়ে যান।


অন্য একটি সূত্র জানায়, রেলসেতু পার হওয়ার সময় স্ত্রী রুমা আক্তার নিরাপদে পার হতে পারলেও হাফেজ মিয়া ও তার ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে তারিন আক্তার এবং কোলে থাকা দুই বছরের মেয়ে তুলি দুর্ঘটনার শিকার হয়।


স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন ও সদর হাপসপাতাল থেকে মরদেহগুলো উদ্ধার করেন।


রেল লাইনের পাশে উচ্চ শব্দে সাউন্ডবক্সে গান বাজানোর কারণে ট্রেন আসার শব্দ না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।


বিবার্তা/রাসেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com