শিরোনাম
কুয়াকাটায় পর্যটকের ঢল
প্রকাশ : ১৮ জুন ২০১৮, ২২:১৬
কুয়াকাটায় পর্যটকের ঢল
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া
প্রিন্ট অ-অ+

ঈদের ছুটিতে অগনিত পর্যটকের পদভারে সুর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রাখাইন মার্কেট, ঝিনুক শপ, রেস্তোরাঁ, চটপটি, ফুচকা, ভুট্টা, বাদাম বিক্রি ভাসমান ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও চলছে কেনাকাটার ধুম।


প্রচণ্ড তাপদাহ উপেক্ষা করে কুয়াকাটার জাতীয় উদ্যান, ইলিশ পার্ক, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুঁটকি পল্লী ও কুয়াকাটার জিরো পয়েন্ট এখন শিশু কিশোর যুবক তরুণীসহ নানা বয়সী পর্যটকদের পদচারনায় মুখরিত।


কুয়াকাটায় বেড়াতে আসা নানা বয়সী পর্যটকরা তাদের স্মার্ট ফোনে কুয়াকাটার সেলফি ও ভিডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল অব্যাহত রয়েছে।


ভ্রমণে আসা দম্পতি মনজুরুল হোসাইন ও শম্পা বলেন, সন্ধ্যার পর সৈকতে বেঞ্চিতে বসে রাতের সমুদ্র ও গর্জন অসাধারণ লেগেছে। কুয়াকাটার দর্শনীয় স্পটগুলোর অপরূপ দৃশ্য সকাল থেকে দুপুর পর্যন্ত ঘুরে দেখেছি। তবে বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে ছেলে-মেয়েরা হোটেলে একটু অস্বস্তি বোধ করেছে। এছাড়া কলাপাড়া-কুয়াকাটা সড়কের পাখীমারা থেকে আলীপুর ১০ কি.মি. অংশের ভয়াবহ অবস্থা, যা কুয়াকাটার উন্নয়নের স্বার্থে দ্রুত সংস্কার করা জরুরি।


কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় রয়েছে। আমরাও চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তাসহ বিনোদন নিশ্চিত করতে।



কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. মোতালেব শরিফ জানান, ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল নেমেছে। ঈদের পরদিন থেকে কুয়াকাটায় আগাম বুকিং অনুযায়ী পর্যটক রয়েছে।


মহিপুর থানার ওসি মিজানুর রহমান জানান, ঈদ উপলক্ষে কুয়াকাটায় পর্যটকের একটু চাপ রয়েছে। নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ, নৌ-পুলিশসহ মহিপুর থানা পুলিশ কুয়াকাটার দর্শনীয় স্থানে টহল জোরদার করেছে।


বিবার্তা/উত্তম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com