শিরোনাম
আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
প্রকাশ : ১৪ জুন ২০১৮, ২১:৪৮
আশাশুনিতে বেড়িবাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত
সাতক্ষীরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ভেসে গেছে অসংখ্য মৎস্য ঘের, ধ্বসে পড়েছে বহু কাঁচা ঘর-বাড়ি।


বৃহস্পতিবার দুপুরে উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেঁড়িবাধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।


স্থানীয়রা জানান, দুপুরে জোয়ারের তোড়ে হঠাৎ বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এর পরপরই সাহেব আলী মোল্লার বাড়ি ও বিছট জামে মসজিদ পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে যায়। এতে ইউনিয়নের বল্লবপুর, আনুলিয়া, বিছট, ঘরালি, নায়াখালি গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত হয়েছে। ভেসে গেছে এসব গ্রামের অসংখ্য মৎস্য ঘের। বিছট জামে মসজিদ বর্তমানে নদীর মধ্যে।


এ ব্যাপারে স্থানীয় আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলম লিটন জানান, খোলপেটুয়ার বেড়িবাঁধ ভেঙে ছয় গ্রাম প্লাবিত হয়েছে। এখনো হু হু করে লোকালয়ে পানি ঢুকছে। দু’দিন পরেই ঈদ, কী হবে বলতে পারিনে।


তিনি অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা সত্ত্বেও তারা জরাজীর্ণ বেড়িবাঁধ সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। এখন মরতে হবে আমাদের।


তিনি বলেন, জোয়ার নেমে গেলে এলাকাবাসীকে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ সংস্কার কাজ শুরু করা হবে।



এ ব্যাপারে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফফারা তাসনীন জানান, সংশ্লিষ্টদের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। বাঁধ সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে।


পানি উন্নয়ন বোর্ডের এসও মশিউল আবেদীন জানান, ভাঙনকবলিত এলাকা সংস্কারে রিং বাঁধ দেয়ার কাজ শুরু হয়েছে। জোয়ারের জন্য একটু সমস্যা হচ্ছে। আশা করি দ্রুত কাজ শেষ হয়ে যাবে।


বিবার্তা/শহিদুল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com