শিরোনাম
‘ফিটনেসবিহীন গাড়ির কারণে যানজট হতে পারে’
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৯:৩৬
‘ফিটনেসবিহীন গাড়ির কারণে যানজট হতে পারে’
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফিটনেসবিহীন যানবাহনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।


তিনি বলেন, ফিটনেসবিহীন যানবাহনের কারণে যাতে যানজট সৃষ্টি হতে না পারে তার জন্য পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সাথে কথা বলে এসব গাড়ি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে।


বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রায় ঈদযাত্রা নির্বিঘ্ন করার লক্ষ্যে পুলিশ কন্ট্রোলরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


পুলিশ মহাপরিদর্শক বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং তাদের সার্বিক নিরাপত্তায় পুলিশের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেয়া হয়েছে।


ভিন্ন জায়গায় কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে, যাতে অপর সংস্থার সঙ্গে আমরা সমন্বয় করতে পারি। এর বাইরে আমাদের ওয়াচ টাওয়ার আছে, চেকপোস্ট আছে। সবকিছু মিলিয়ে আমাদের যে ব্যবস্থা আছে, তাতে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারবে।


এছাড়া জাবেদ পাটোয়ারী বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভাড়ার বিষয়ে বলেন, এধরনের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এবিষয়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।


বিবার্তা/তুহিন/জহির/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com