শিরোনাম
নড়াইলে তিন ডাকাত আটক
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৭:১৫
নড়াইলে তিন ডাকাত আটক
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে তিন ডাকাতকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন।


বুধবার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান উপস্থিত ছিলেন।


পুলিশ সুপার জানান, গত মঙ্গলবার গভীর রাতে নড়াইল সদরের আউড়িয়া গ্রামের আলেয়া বেগমের বসত বাড়ির মেইন গেট ভেঙ্গে ৮/১০ জনের একটি ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মিকরে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ঘড়িসহ মোট ১ লাখ ৫৭ হাজার ৩০০ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা পুলিশের সহায়তায় তিন ডাকাতকে আটক করে।


আটকৃতরা হল, মাগুরার শ্রীরামপুর গ্রামের জসিম বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস, খুলনার ডুমুরিয়া থানার ঘুটুদিয়া গ্রামের ফারুক শেখের ছেলে রাব্বি শেখ, যশোরের কোতয়ালি থানার নিমতলী গ্রামের নিমচাঁদ মোল্লার ছেলে কালু মোল্লা।


তিনি জানান, জড়িতরা পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছে। উজ্জল বিশ্বাসের কাছ থেকে ডাকাতির ১টি ঘড়ি উদ্ধার করা হয়েছে। ডাকাত দলের অন্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা হয়েছে।


বিবার্তা/শরিফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com