শিরোনাম
খোয়াই নদীর পানি বিপদসীমা ১৭০ সেমি উপরে
প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১১:২৮
খোয়াই নদীর পানি বিপদসীমা ১৭০ সেমি উপরে
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে হুমকির সম্মুখীন হয়ে পড়েছে শহর রক্ষা বাঁধ।


টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খোয়াই নদীতে প্লাবন দেখা দেয়। মঙ্গলবার বিকেল থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাত ১১টা থেকে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।


পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম জানান, খোয়াই নদীর উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়ার কারণে হঠাৎ মঙ্গলবার থেকে নদীতে পানি বাড়তে থাকে। রাতে পানি বিপদসীমা ছাড়ায়।



বুধবার সকাল ১০টায় নদীর পানি বিপদসীমার ১৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। খোয়াই নদীর বাংলাদেশে প্রবেশমুখে ভারতীয় কর্তৃপক্ষ গেট খুলে দেয়ায় পানি আরো বাড়তে পারে।


হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ জানান, খোয়াই নদীর পানি বৃদ্ধিতে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রশাসন থেকে নদীর পানি বৃদ্ধির ব্যাপারে মনিটরিং করা হচ্ছে।


বিবার্তা/ছনি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com