শিরোনাম
প্রায় ৬০ হাজার কুকুরকে টিকা প্রদান
প্রকাশ : ১২ জুন ২০১৮, ২১:১২
প্রায় ৬০ হাজার কুকুরকে টিকা প্রদান
নেত্রকোণা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মরণব্যাধি জলাতঙ্ক নির্মূল করতে কুকুরের টিকাদান কর্মসূচি মঙ্গলবার শেষ হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পাঁচ দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে নেত্রকোণা ও টাঙ্গাইল জেলার ৫৮ হাজার ৯৯৬টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেয়া হয়।


স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার ইভালুয়েটর ডা. মো. একরামুল হক বলেন, "সব উপজেলায় সাধারণ মানুষের সহযোগিতার কারণে অধিকাংশ কুকুরকে টিকা প্রদান করে কর্মসূচি সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে। আর কুকুরকে জলাতঙ্ক টিকা দেয়ার ফলে উপজেলাবাসীর কাছে কুকুর আর বিরক্তির কারণ হবে না।"


স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার জেনোটিক ডিজিজের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. উম্মে রুম্মান সিদ্দিকী জানান, কুকুর কামড়ের সাথে সাথে শুধু প্রবাহিত পানিতে কাপড় কাঁচা সাবান দিয়ে ১৫ মিনিট ধরে ক্ষত স্থান ধৌত করলে ৭০ থেকে ৮০ ভাগ জলাতঙ্কের ঝুঁকি কমে যায়। পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী জলাতঙ্কের টিকা নিলে জলাতঙ্ক থেকে নিরাপদ থাকা যায়।



উল্লেখ্য, নেত্রকোণায় ২৩ হাজার ৫৮৭টি এবং টাঙ্গাইলে ৩৫ হাজার ৪০৯টি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক টিকা প্রদান করা হয়।


বিবার্তা/তারিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com