শিরোনাম
ঈদের পোশাক না পেয়ে কিশোরীর আত্মহনন
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৮:৪৩
ঈদের পোশাক না পেয়ে কিশোরীর আত্মহনন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাবার সাথে অভিমান করে বান্দরবানের লামা উপজেলায় উম্মে হাবিবা উর্মি (১৫) নামে মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বামহাতির ছাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।


উম্মে হাবিবা উর্মি বামহাতির ছড়া গ্রামের বাসিন্দা খায়ের আহমদের মেয়ে ও হায়দারনাশী মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী ছিলো।


স্থানীয় সূত্র জানায়, ঈদ উল ফিতর উপলক্ষে উম্মে হাবিবা উর্মি নতুন জামা কেনার জন্য বাবার কাছে টাকার জন্য বায়না ধরে। টাকা না পেয়ে বরং উল্টো বাবার বকুনি খেয়ে সোমবার রাত ৯টার দিকে গলায় ফাঁস দেয়। স্বজনেরা উদ্ধার করে কাছাকাছি মালুমঘাট খ্রিস্ট্রান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিষয়টি নিশ্চিত করে লামা থানার ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, প্রাথমিক সুরহাল তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।


বিবার্তা/আরমান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com