শিরোনাম
ঈদ করা হলো না নানা-নাতনীর
প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৬:৩২
ঈদ করা হলো না নানা-নাতনীর
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় সিএনজি-পিকাপ ভ্যান (মিনি ট্রাক) সংঘর্ষে নানা-নাতনী মারা গেছেন। সোমবার সকাল ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে চালকসহ তিনজন আহত হয়েছেন।


মারা গেছেন- উপজেলার সূর্যনারায়ণপুর গ্রামের তৌফিক এলাহীর ছেলে ইব্রাহীম হোসেন (৬৫) এবং বিলউথরাইল গ্রামের আলমগীর হোসেনের মেয়ে রুকাইয়া খাতুন (১৪)।


স্থানীয়রা জানান, নানা ইব্রাহীম ও নাতনী রুকাইয়া ঢাকায় থাকতেন। ঈদ উপলক্ষে তারা বাসযোগে মান্দা উপজেলার পাজরভাঙা গ্রামে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার জলছত্র মোড়ে বাস থেকে নেমে সিএনজিযোগে বাড়ির দিকে রওয়ানা দেন। অপরদিকে মান্দা থেকে একটি পিকাআপ ভ্যান নওগাঁর দিকে যাচ্ছিল। চেয়ারম্যানের মোড় এলাকায় সিএনজি-পিকাআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা নানা ইব্রাহীম হোসেন ও নাতনী রুকাইয়া খাতুন মারা যান।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, মৃতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিএনজি-পিকাপ ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনায় থানায় মামলা হয়েছে।


বিবার্তা/নয়ন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com