শিরোনাম
ঈদ উপলক্ষে রাতদিন ব্যস্ত কুষ্টিয়ার দর্জিপল্লী
প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৫:৩৯
ঈদ উপলক্ষে রাতদিন ব্যস্ত কুষ্টিয়ার দর্জিপল্লী
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা বছর রেডিমেট পোশাকে চাহিদা মেটালেও ঈদের মত বিশেষ দিনে দর্জি পল্লীতে ভিড় করেন ক্রেতারা। প্রায় এক মাস আগে থেকেই তাই কুষ্টিয়ার দর্জিপল্লীতে ব্যস্ততা বেড়েছে বহুগুনে। এমনকি ঈদের পনের দিন আগে থেকে নতুন অর্ডার নেয়া বন্ধ করে দিয়েছেন এখানকার দর্জিরা।


সময় মত সরবরাহ করতে রাতদিন কাজ করে যাচ্ছেন দর্জিরা। সেলাই মেশিনের আওয়াজে মুখর এখন কুষ্টিয়ার দর্জিপল্লীগুলো। মূলত চলছে কাপড় কাটা আর সেলাইয়ের কাজ। রোজার প্রথম থেকে ব্যস্ততা শুরু হলেও শেষ মুহুর্তে এখন যেন দম ফেলানোর ফুসরত নেই তাদের।



সেলাইয়ের ফাঁকেই কথা বলেন কয়েক জন দর্জি। জানান, দিনরাত চলছে ক্রেতাদের অর্ডার সরবরাহের কাজ। এজন্য দিতে হচ্ছে বাড়তি শ্রম। আর বাড়তি পরিশ্রমে পাচ্ছেন বাড়তি পারিশ্রমিকও।



এবার মজুরি বাড়ানো হয়নি বলে দাবি দর্জিদের। বলেন, সহনীয় দামেই এবার পোশাক বানাচ্ছেন তারা।


বিবার্তা/শরীফুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com