শিরোনাম
১৫ বছর পর শিশু খাদিজা ধর্ষণ-হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৪:১০
১৫ বছর পর শিশু খাদিজা ধর্ষণ-হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের শিশু খাদিজা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় ১৫ বছর পর চার আসামি মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।


নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক জুয়েল রানা সোমবার সকালে এই রায় দেন।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকার চার বন্ধু সুজন, আলামীন, আবুল কালাম ও শাহাদাৎ। তারা সবাই পলাতক রয়েছে।


এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০০৩ সালের ১৩ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার আলীরটেক এলাকার আলী আকবরের ১০ বছর বয়সী মেয়ে খাদিজা আক্তারকে একই এলাকার চার যুবক বাসার সামনে তুলে নিয়ে যায়। পরে পাশের একটি সরিষা ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে খাদিজাকে হত্যা করে তারা।


পরদিন সকালে বাড়ির পাশে একটি সরিষাক্ষেত থেকে খাদিজার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খাদিজার বড় ভাই আনসার আলী বাদী হয়ে উল্লেখিত চারজনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।


তবে ঘটনার পর থেকেই চারজন পলাতক থাকে। পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা চার আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, এই মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। খাদিজার ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া যায়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com