শিরোনাম
বৈরী আবহাওয়ায় ঈদ বাজারে মন্দাভাব
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১৮:১৬
বৈরী আবহাওয়ায় ঈদ বাজারে মন্দাভাব
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। শনিবার ইফতারি পর থেকে একটা গুমোট পরিস্থিতির পর বিচ্ছিন্ন বজ্রবৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে দমকা ঝড়ো হাওয়া আর ভীতিকর বিজলী চমকানো। স্বাভাবিকেরে চেয়ে নদ-নদীর ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ জন্য সারাদেশে এমন পরিস্থিতি আরো ২/৩ দিন থাকতে পারে বলে স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।


কুয়াকাটা-আলীপুর মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিক সমিতি’র সভাপতি এবং লতাচাপলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা জানান, সাগর উত্তাল থাকায় কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা অনেক ট্রলার তীরে ফিরতে শুরু করেছে।


এদিকে বৈরি আবহাওয়ার প্রভাব পড়েছে স্থানীয় ঈদ বাজারে। সকাল থেকে টানা হালকা-মাঝারী এবং কখনো ভারী বৃষ্টিপাতে ক্রেতা শূন্য হয়ে পড়েছে ঈদ বাজার।


কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির অর্থ বিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু জানান, ঈদ বাজারের শুরু থেকে প্রকৃতি ব্যবসায়ীদের অনুকূলে নাই। ফলে ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যে পরিমাণ বিনিয়োগ করেছে ক্রেতা না থাকায় তাদের লোকসানের মুখে পড়তে হবে।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com