শিরোনাম
মৌলভীবাজারে জমে উঠেছে ঈদ বাজার
প্রকাশ : ১০ জুন ২০১৮, ১০:৪৬
মৌলভীবাজারে জমে উঠেছে ঈদ বাজার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আর কদিন পরই পবিত্র ঈদুল ফিতর। তাই ঈদকে সামনে রেখে মৌলভীবাজারে জমে উঠেছে কেনাকাটা। অভিজাত মার্কেট থেকে শুরু করে ফুটপাত সর্বত্রই কেনাকাটার ধুম পড়েছে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে শহরের মার্কেট এবং বিপণিবিতানগুলোতে।


প্রবাসী অধ্যুষিত এ জেলার কয়েক লাখ লোক লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইতালি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান বাহরাইন ও মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করেন। প্রবাসীরা ও ইতোমধ্যে ছুটি কাটাতে এবং তাদের স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশে এসেছেন।


সরেজমিনে মার্কেটগুলো ঘুরে দেখা গেছে , কেনাকাটার আবহ বইছে মৌলভীবাজারের অভিজাত শপিংমল, বিপণিবিতান ও দেশী-বিদেশী পোশাকের পাইকারি মার্কেট গুলোতে। দোকানগুলোতে শোভা পাচ্ছে নামীদামী ব্র্যান্ড ও বিদেশী পোশাক। ফ্যাশনের বৈচিত্র্যের পাশাপাশি গ্র্রাহকতুষ্টির দিকে খেয়াল রেখে দোকানের সাজসজ্জাতেও এসেছে নান্দনিক পরিবর্তন। আবার ক্রেতা টানতে র‌্যাফেল ড্র কিংবা বিশেষ ছাড়ের আয়োজন রেখেছেন কেউ কেউ। দূর থেকে দৃষ্টি আকর্ষণে সাইনবোর্ডও নতুন করে লাগিয়েছেন কেউ কেউ। এক কথায় ভেতরে-বাইরে সবখানেই প্রস্তুতির ছোঁয়া।



বাণিজ্যিক কেন্দ্র এম সাইফুর রহমান রোডের ঈদ বাজারের যানজট, ভিড় ও ঝামেলার মধ্যে দিয়ে অনেকেই কেনাকাটা করছেন কষ্ট করে। অভিজাত মার্কেট গুলোর মধ্যে অন্যতম মার্কেট হচ্ছে এমবি ক্লথ স্টোর, বিলাশ ডিপাটমের্ন্টাল স্টোর, সুমাইয়া বুটিক ফ্যাশন, আল-মদিনা ক্লথ স্টোর, আশরাফ সেন্টার, সেরাটাউন ফ্লাজা, সেভেন স্টার, শাপলা ম্যানশন, আর কে কমপ্লেক্সসহ অন্যান্য শপিং সেন্টারগুলো ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। নামী-দামী বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতেও হরেক রকমের কাপড় সাজিয়ে বসেছেন হকাররা।


তবে এবারের ঈদ বাজারে মেয়েদের জন্য শাড়ি, থ্রি পিস, সেলোয়ার-কামিজ, ফতোয়া, স্কার্ট-টপস, ছেলেদের লং ও শর্ট পাঞ্জাবি, ফতোয়া, শার্ট, জিন্স ও টি-শার্টসহ বাচ্চাদের নানা রঙ ও ডিজাইনের পোশাকের সমাহার ঘটেছে বিভিন্ন বিপণিবিতানে।


বিলাস ক্লথ ষ্টোরের আসা ক্রেতা নাজিয়া চৌধুরী (তাসপিয়া) বিবার্তার প্রতিবেদককে জানান, সময় তো প্রায় শেষের দিকে তাই আম্মু নিয়ে কেনাকাটা করতে আসলাম। তবে এখানকার পোশাকগুলো অনেক রুচিসম্মত।



এম,বি ক্লথ ষ্টোরের ক্রেতা ফারাহ্ তাবাস্সুমের সাথে কথা হয় বিবার্তার এই প্রতিবেদকের। তিনি জানান, কয়েকদিন আগেও এসে ঘুরের দেখে গেছি এখন ক্রয় করতে আসলাম এবারের পোশাকের মান গতবারের তুলনায় ভালই মনে হচ্ছে।


বিলাস ক্লথ ষ্টোরের বিক্রেতা ফাহিম আহমেদ এই বিবার্তার প্রতিবেদককে জানান, পাইকারি বাজার থেকে পছন্দের পোশাক আনা হয়েছে। তবে রোজার প্রথম কয়েকদিনের তুলনায় ত্রখন ক্রেতা বেশি এবং বিক্রি ও ভাল হচ্ছে।


নিম্ন আয়ের মানুষরা ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলিতে। অবশ্য ঈদকে সামনে রেখে অযৌক্তিকভাবে কাপড়ের মূল্যবৃদ্ধির অভিযোগ ও করেছেন অনেক ক্রেতা। ফলে ক্রেতাদের বাধ্য হয়ে কয়েকগুণ বেশি দামে পোশাক কিনতে হচ্ছে।



মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বিবার্তাকে জানান, ঈদ বাজারের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি র‌্যাব টহলে রয়েছে এবং শহর ও শহরের বাইরে ঝুঁকিপূর্ণ এলাকা ও পয়েন্টে সার্বক্ষণিক টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


বিবার্তা/আরিফ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com