শিরোনাম
নিজেদের মেধাকে আরো বিকশিত করুন : পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ২১:০৩
নিজেদের মেধাকে আরো বিকশিত করুন : পরিকল্পনামন্ত্রী
কুমিল্লা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল দেশের প্রতি মমত্ববোধ থেকে নিজেদের মেধাকে আরো বিকশিত করার জন্য নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।


শনিবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘লার্নিং এন্ড আর্নিং মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান তিনি।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।


অন্যান্যের মধ্যে হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) সৈয়দ মেহেদী হাসান, লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক মো. ইসমাইল হোসেন প্রমুখ বক্তৃতা করেন।


কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।


এ ছাড়াও পরিকল্পনামন্ত্রী এদিন কুমিল্লায় নবগঠিত লালমাই উপজেলায় তথ্য-প্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইউকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com