শিরোনাম
ইছামতি নদীর ওপর সেতু নির্মাণকাজ শুরু
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৯:৪৫
ইছামতি নদীর ওপর সেতু নির্মাণকাজ শুরু
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামে ইছামতি নদীর ওপর সেতু নির্মাণকাজ শুরু হয়েছে। শনিবার বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান নির্মাণকাজের উদ্বোধন করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজিত জনসভায় তিনি বলেন, বিএনপি-জামায়াত মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ধোকা দেয়। নির্বাচনের সময় প্রতিশ্রুতির ডালা সামনে নিয়ে ভোট প্রার্থনা করে। নির্বাচিত হলে মানুষের কথা ভুলে নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটায়। কিন্তু আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিলে সেটা বাস্তবায়নের জন্য কাজ করে। উন্নয়নের ধারাবাহিকতার জন্য সরকারের ধারাবাহিকতা প্রয়োজন। এজন্য আওয়ামী লীগ ও নৌকার পক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।


৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মাষ্টারের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য দেন এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী কাজী সাইফুল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, বগুড়া জেলা পরিষদের সদস্য মাহফুজার রহমান রাজ, এলজিইডি’র ধুনট উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ফটিক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম দুলাল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান।


উল্লেখ্য, পাঁচ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ৮১ মিটার দৈর্ঘ্য সেতুটির নির্মাণকাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


বিবার্তা/ফরহাদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com