শিরোনাম
খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ কেজি চালসহ গ্রেফতার ২
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৬:১৪
খাদ্যবান্ধব কর্মসূচির ৪৬০ কেজি চালসহ গ্রেফতার ২
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে সরকার নির্ধারিত ১০ টাকা কেজি মূল্যের চালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চাল জব্দ ও তাদের আটক করা হয়।


আটক ব্যক্তিরা হলেন, নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন ও ব্যবসায়ী কামাল ফকির।


ঝালকাঠি সদর থানা ওসি শোনিত কুমার গাইন জানান, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামাল ফকিরের দোকানে মজুত অবস্থায় পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া সদর থানার এসআই হরিদাসকে সাথে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ী নাসির উদ্দিন ও কামার ফকিরকে আটক করা হয়।



অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া জানান, এ চাল বাইরে ক্রয় বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশীপ বাতিল করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটককৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।


ওসি আরো জানান, আটক হওয়া ২জন চাল ডিলারকে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হয়েছে।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com