শিরোনাম
ঈদ উপলক্ষে কাঁঠালবাড়ী ফেরিঘাট প্রস্তুত
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৫:১১
ঈদ উপলক্ষে কাঁঠালবাড়ী ফেরিঘাট প্রস্তুত
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কাঁঠালবাড়ী ফেরিঘাট দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের যাত্রীরা ঘাট ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন।


শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটে ছেড়ে আসা লঞ্চ, ফেরি ও স্পিডবোট যাত্রীরা ঘাটের ব্যবস্থাপনায় খুশি। তারা বলেন, ২/৩দিন পরে ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ আরো বেড়ে যাবে তখনও যেন এই ব্যবস্থাপনা অব্যহত থাকে।


ঈদে যাত্রী সামাল দিতে ৮৭টি লঞ্চ, দুই শতাধিক স্পিডবোট ও ১৮টি ফেরি চালু রাখা হয়েছে। চারটি ফেরিঘাট, দুটি লঞ্চ ঘাট ও একটি স্পিডবোট ঘাট সম্পূর্ণভাবে প্রস্তুত রাখা হয়েছে এবং এ ঘাটগুলো বর্তমানে সচল রয়েছে। ঈদ উপলক্ষে আরো একটি নতুন ফেরি ২/৩দিনের মধ্যে ঘাটে এসে পৌঁছবে। যাত্রীদের সুবিধার্থে দূরপাল্লার কাটা সার্ভিসের যাত্রীদের জন্য কাওড়াকান্দি পুরাতন ফেরিঘাটটি ব্যবহার করা হবে।



বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ফেরি ঘাটের সহকারী ম্যানেজার রুহুল আমিন মিয়া জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীসেবা নিশ্চিত করতে কাঁঠালবাড়ী ফেরি ঘাট সম্পূর্ণ প্রস্তুত। আশা করি যাত্রীরা নির্বিঘ্নে এ ঘাট ব্যবহার করে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে পারবে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com