শিরোনাম
ফুলবাড়ীতে পৌর আইন ভঙ্গ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ২১:২৭
ফুলবাড়ীতে পৌর আইন ভঙ্গ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর আইন ভঙ্গকরে শহরের যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা-নামার অভিযোগে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত দুই ড্রইভারকে ২ হাজার টাকা করে জরিমানা করেছেন।


এ সময় ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক।


দীর্ঘদিন ধরে ফুলবাড়ী বাজারে যত্রতত্র মালবাহী গাড়ী থামিয়ে মালামাল উঠা নামার অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। গত ১৫ মে ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীরা বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।


অভিযোগের প্রেক্ষিতে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক ৮ জুন শুক্রবার বিকেল ৪টায় ফুলবাড়ী বাজার সড়কের হেরা ট্রেডার্স নামক দোকানে মালামাল নামানোর সময় ট্রাক ড্রাইভার মো. রেজাউল করিম ভুট্টুকে ১ হাজার টাকা ও মক্কা ট্রার্সপোট এজেন্সির একটি গাড়ীকে ১ হাজার টাকা জরিমানা করেন।


এব্যাপারে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/মেহেদী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com