শিরোনাম
‘নৌকায় ভোট দিয়ে গণতন্ত্রের ধারা বজায় রাখাতে হবে’
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ২০:১৫
‘নৌকায় ভোট দিয়ে গণতন্ত্রের ধারা বজায় রাখাতে হবে’
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নৌকায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় এনে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখাতে হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ সমাপ্ত হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। আর এ উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিতে হবে।


শুক্রবার প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ উপহার নতুন জামা, পাঞ্জাবি, শাড়ী, লুঙ্গি বিতরণী অনুষ্ঠানে যোগদিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ এসব কথা বলেছেন।


পৌর শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ।


মুরসালিন আহম্মেদ বলেন, এ এলাকায় পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কাজ চলমান রয়েছে। এছাড়া দেশের সূর্যোদয়-সূর্যাস্তের পর্যটন কেন্দ্র কুয়াকাটা, সাবমেরিন ক্যাবল স্টেশন ছাড়াও শেখ জামাল, শেখ কামাল ও শেখ রাশেল সেতু নির্মিত হয়েছে। এর ফলে এখানকার মানুষের ভাগ্যের আমূল পরির্বতন হয়েছে। এ অঞ্চলের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি রয়েছে বলেই এতো উন্নয়ন হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে সাবাইকে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।


তিনি বলেন, পটুয়াখালী-৪ (কলাপাড়া-রঙ্গাবালী) আসনে প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন আমরা তার হয়ে কাজ করবো।


এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর মাহবুবুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক ও পৌর কাউন্সিলর আল-আমিন সর্দার, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সম্পাদক জাহিদ রিপন, মহিপুর থানা যুবলীগের আহবায়ক এএম মিজানুর রহমান বুলেটসহ যুবলীগের নেতাকর্মীরা।


উল্লেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে শুক্রবার কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর ও কুয়াকাটার দলীয় অসচ্ছল নেতা-কর্মী ও হতদরিদ্র ৩২০০ মানুষের মাঝে ঈদ উপহার নতুন জামা, পাঞ্জাবি, শাড়ী, লুঙ্গি বিতরণ করেন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুরসালিন আহম্মেদ।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com