শিরোনাম
ঠাকুরগাঁওয়ে আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ১৮:০১
ঠাকুরগাঁওয়ে আইসক্রিম ফ্যাক্টরিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ের আইসক্রিম ফ্যাক্টরিগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।


বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে অবস্থিত ফ্যাক্টরিসমূহে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরী, নোংরা পানির ব্যবহার ও মানবদেহের জন্য ক্ষতিকারক রং মিশিয়ে চটকদার আইসক্রিম তৈরী ও বাজারজাতকরণ এবং প্রয়োজনীয় কাহজপত্র না থাকায় পৌরসভাধীন জমিদারপাড়া এলাকার শরীফ খানকে ১০ হাজার টাকা ও ঘোষপাড়া এলাকার মৃত সামসুল হক এর ছেলে হায়দার আলীকে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত।


ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ও সাধনা ত্রিপুরা।এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশীষ কুমার সাহা, পেশকার সাইফুল ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com