শিরোনাম
পাবনায় বোমা বিস্ফোরণে নারীর মৃত্যু
প্রকাশ : ০৪ অক্টোবর ২০১৬, ১৩:৪২
পাবনায় বোমা বিস্ফোরণে নারীর মৃত্যু
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা সদর উপজেলার চর বলরামপুর গ্রামে দুর্বৃত্তদের ছোড়া বোমা বিস্ফোরণে মাহিরন বেগম (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় তার পুত্রবধূ রেশমা খাতুন (৩০) গুরুতর আহত হয়েছেন।


নিহত মাহিরন বেগম চরবলরামপুর গ্রামের তাজু প্রামানিকের স্ত্রী এবং রেশমা খাতুন তার ছেলে আজিবর প্রামানিকের স্ত্রী।


আহত রেশমা খাতুনের স্বামী আজিবর হোসেন জানান, ভোর সাড়ে ৫টার দিকে তার মা মাহিরন এবং তার স্ত্রী রেশমা ফজরের নামাজ আদায় করার জন্য ঘরের বাইরে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে বোমা ছুঁড়ে।


এতে দু’জনই গুরুতর আহত হলে তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে মাহিরন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত রেশমা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


এ ঘটনার পর পাবনা সদর সার্কেল এএসপি শেখ মো. সেলিম এবং ওসি (তদন্ত) মুন্সী আব্দুল কুদ্দুস ঘটনাস্থল পরিদর্শন করেন।


এএসপি শেখ সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


বিবার্তা/জেমি/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com