শিরোনাম
বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবাসহ দুইজনের জেল
প্রকাশ : ০৫ জুন ২০১৮, ১৭:৪২
বাল্যবিয়ে দেয়ায় মেয়ের বাবাসহ দুইজনের জেল
তানোর (রাজশাহী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অপ্রাপ্ত বয়স্ক স্কুলপড়ুয়া মেয়েকে বিয়ে দেয়ায় মেয়ের বাবাসহ সাবেক ইউপি মেম্বারকে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজশাহীর তানোর উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের আরাজি একতারপুর গ্রামে। বাল্যবিয়ের ঘটনায় আটক এই দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালত থেকে জেলহাজতে পাঠানো হয়।


আটককৃতরা হলেন- উপজেলার আরাজি একতারপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও তার সহযোগী উপজেলার বারদিবা গ্রামের সাবেক ইউপি মেম্বার লুৎফর রহমান (৪৫)।


বাল্যবিয়ে ঘটনায় দায়ের করা মামলাটিতে অন্যান্য আসামিরা হলেন- বর ইমন (২০), প্রতিবেশী আলতাব হোসেন (৩৫) ও মৌলভী সুমন (৩৫)।


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল ইসলাম জানান, আইন ভেঙে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন সোমবার ওই মামলা করেন। দুইজনকে হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।


বিবার্তা/অসীম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com