শিরোনাম
লক্ষ্মীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৭:১৪
লক্ষ্মীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী পাঁচটি ব্যবসায় প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে।


সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাজাহান আলী।


দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠনগুলোর মধ্যে রয়েছে - ঝুমুর হোটেল, নুরজাহান হোটেল, বসুন্ধরা ফুড, সুইস বেকারিসহ ৫টি ব্যবসায় প্রতিষ্ঠান। অনুমোদনের চেয়ে অতিরিক্ত গ্যাস ব্যবহারের অপরাধে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫ হাজার টাকার জরিমানা করা হয়।


এ ছাড়াও আবাসিক গ্রাহক ঠিকাদার ইসমাইল পাঠানের অবৈধ ৪টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে বাখরাবাদ গ্যাস ডিষ্ট্রিবিউশনের লক্ষ্মীপুরের আঞ্চলিক ব্যাবস্থাপক আলতাফ হোসেন, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।


বিবার্তা/ফরহাদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com