শিরোনাম
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শহীদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ০৪ জুন ২০১৮, ১৩:৩২
লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা শহীদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের সাবেক ছাত্রলীগের নেতা এম এ শহীদের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে শাস্তির আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। একই সাথে শহরের উত্তর তেমুহনীস্থ ট্রাফিক চত্ত্বরে শহীদের নামকরণে স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবিও জানানো হয়।


জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ শহীদের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সকাল ১০টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন আহমদ ভূঁইয়া, সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল কবির রিপন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, নজরুল ইসলাম ভুলু, স্বেচ্ছা সেবকলীগের জেলা সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আশ্রাফুল আলম প্রমুখ।


২০০৩ সালে শহরের উত্তর তেমুহনীস্থ ইউনিক হোটেল থেকে শহীদের ক্ষত-বিক্ষত ও বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার মামলায় নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।


বিবার্তা/ফরহাদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com