শিরোনাম
লাঙ্গলের প্রার্থী চেয়ে তোপের মুখে আ. লীগের নেতা
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৮:০৪
লাঙ্গলের প্রার্থী চেয়ে তোপের মুখে আ. লীগের নেতা
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রীর কাছে লাঙ্গল মার্কার প্রার্থী চেয়ে তোপের মুখে পড়েছেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু।


রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ধরলা নদীর উপর নির্মিত ৯৫০ মিটার দৈর্ঘ্যের শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনার এক পর্যায়ে গান শোনার কথা বলে বক্তব্য দিতে গিয়ে রাশেদুজ্জামান বাবু এ কথা বলেন।


শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার এলাকায় জেলা প্রশাসন আয়োজিত সমাবেশে উপস্থিত বিভিন্ন জনের বক্তব্য শোনেন। একেবারে শেষ পর্যায়ে জেলা প্রশাসক সুলতানা পারভীন প্রধানমন্ত্রীকে ভাওয়াইয়া গান শোনার অনুরোধ জানান। এতে প্রধানমন্ত্রী সম্মতি দিলে মাইক্রোফোনটি রাশেদুজ্জামান বাবুর হাতে দেয়া হয়। বাবু মাইক্রোফোন পেয়ে বক্তৃতা শুরু করেন। এরই এক পর্যায়ে এখানে লাঙ্গল মার্কার প্রার্থী দেয়ার কথা বললে উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদে চিৎকার করে উঠেন।


এ সময় প্রধানমন্ত্রী বলেন, নৌকা নয় কেন। লাঙ্গলকে সাথে রেখেছি। ভবিষ্যতে লাঙ্গল থাকবে না। সবাই যন্ত্র দিয়ে চাষাবাদ করবেন। এরপর ওই নেতা দু’টি গানের দু’লাইন গেয়ে চুপ মেরে যান।


পরে ফেসবুক স্ট্যাটাসে রাশেদুজ্জামান বাবু প্রধানমন্ত্রীর নিকট লাঙ্গলের প্রার্থী চাওয়ার বিষয়টি মুখ থেকে ভুল করে বেরিয়েছে মর্মে দুঃখ প্রকাশ করেছেন।


এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মণ্ডল তার প্রতিক্রিয়ায় বলেন, এটা মিসটেক। তাহলে খুবই দুঃখজনক। প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য অবশ্যই সতর্কতা অবলম্বন করে দেয়া উচিত ছিল।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com