শিরোনাম
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন রাজমিস্ত্রির মৃত্যু
প্রকাশ : ০৩ জুন ২০১৮, ১৭:৩১
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিন রাজমিস্ত্রির মৃত্যু
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনমজুরির কাজ করে সংসার চালাতেন তিন রাজমিস্ত্রি। রবিবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তাদের। ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা এলাকায়।


পুলিশ জানায়, সকাল ৭টার দিকে মহাসড়কের পাশ দিয়ে ছয়জন রাজমিস্ত্রি কাজের সন্ধানে ছোনকা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে বেপরোয়া গতির ছোট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-৪০০৮) তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।


তারা হলেন- শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ার মৃত সাবান আলীর ছেলে মহসিন আলী (৫২), একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে সাদেক আলী (৫৫) ও মৃত ইমান আলীর ছেলে শাহ মাহমুদ (৩৫)।


কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, ঘাতক কাভার্ড ভ্যানটি আটকের পর মামলা দায়ের করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।


বিবার্তা/নজরুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com