শিরোনাম
লালপুরে ভেজাল গুড় সংরক্ষণের অপরাধে জরিমানা
প্রকাশ : ৩১ মে ২০১৮, ২২:৪৭
লালপুরে ভেজাল গুড় সংরক্ষণের অপরাধে জরিমানা
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় ক্রয়-বিক্রয়ের ও সংরক্ষণের অপরাধে মজির উদ্দিন নামের এক গুড় ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার এ দণ্ডাদেশ দেয়া হয়। দুপুরে অভিযান চালিয়ে ২৭টি কার্টুনে প্রায় দুই হাজার কেজি ভেজাল আখের গুড়সহ মজির উদ্দিন এন্টারপ্রাইজ নামের ওই গুড়ের আড়তটিতে সিলগালা করে দিয়েছে আদালত।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওয়ালিয়া বাজারে ভেজাল আখের গুড় সংরক্ষণের অভিযোগে ওই আড়তে অভিযান চালায়।


বিবার্তা/সাকলাইন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com