শিরোনাম
রাজাপুরে তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ
প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৭:২৮
রাজাপুরে তীব্র গরমে ডায়রিয়ার প্রকোপ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তীব্র তাপদাহ আর গরমে রাজাপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।


গত সপ্তাহ থেকে শুরু করে প্রতিদিন গড়ে ৮/১০ জন করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।


ডায়রিয়ায় আক্রান্ত রিয়াদুল ইসলাম নামের এক রোগীর বাবা আবুল বাশার বলেন, ছেলেকে নিয়ে গতকাল সন্ধ্যায় এখানে এসেছি। তবে এখন পর্যন্ত হাসপাতাল থেকে কোনো ওষুধ পাইনি। দোকান থেকে কিনে আনতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ কেবল স্যালাইন বিতরণ করছে।


স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সেবিকা আসমা আক্তার জানান, মে মাসের শুরু থেকেই ডায়রিয়ার রোগী ভীড় করছে। আউটডোরেও কমপক্ষে ১০০ লোকের চিকিৎসা দিতে হচ্ছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।


রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমান জানান প্রচণ্ড গরমে ডায়রিয়ায় আক্রান্তদের চাপ বেড়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে, বিশুদ্ধ পানি পান এবং স্বাস্থ্যকর খাবার খেলে ডায়রিয়া থেকে নিরাপদে থাকা যায়। প্রাথমিকভাবে পাতলা পায়খানা শুরু হলে বিশুদ্ধ পানি, ডাবের পানি, তরল খাবার, ভাতের মাড়, স্বাস্থ্যকর খাবার খেতে হবে।


বিবার্তা/আমিনুল/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com