শিরোনাম
নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ : ৩০ মে ২০১৮, ০১:২১
নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের নবীগঞ্জ শহরতলীর বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যানবাহনের চালকসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৯,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী’র যৌথ নেতৃত্বে ও নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলামের সহযোগিতায় নবীগঞ্জ শহরের বিভিন্নস্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।


এ সময় গোপেশ রায় দুই হাজার, অরেবিন্দু দুই হাজার, মুনস্টার রেস্টুরেন্ট তিন হাজার, সাবাজ মিয়া দুই হাজার, টমটম চালক সোনা মিয়া ২০০, ফুরুক চৌধুরী ২০০ ও ঝান্টু পালকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়।


এবিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, অভিযান অব্যাহত থাকবে রমজান মাসে যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড ও বিভিন্ন রেস্টুরেন্টের ওপর নজরদারী রাখা হবে।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com