শিরোনাম
রাজাপুরে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী
প্রকাশ : ২৯ মে ২০১৮, ০৬:৩২
রাজাপুরে জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির রাজাপুরের সরকারের সাফল্য অর্জন, উন্নয়ন ভাবনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ‘ব্রান্ডিং’ মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


সোমবার জেলা তথ্য অফিস বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় স্থানীয় বড়াইয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান। জেলা তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়ইয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাজী জসিম উদ্দিন, সাংবাদিক রহিম রেজা, প্রভাষক আমিনুল ইসলাম, মাকসুদা পারভীন ও তথ্য অফিসের তথ্য সহকারী জাকির হোসেন।


অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com